মশার হরেক প্রজাতি

প্রকাশ | ১২ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

হাট্টি মা টিম টিম ডেস্ক
পৃথিবীতে ৩ হাজার ৫০০ প্রজাতির মশা রয়েছে, যার প্রায় ১৭৫টিই দেখা যায় আমেরিকায়। আশ্চযের্র বিষয় হলো, যত মশা কামড় দেয় তার সবই স্ত্রী-জাতীয় মশা। যদিও পুরুষ ও স্ত্রী উভয় মশাই ফল ও পাতার নিযার্স গ্রহণ করে। কিন্তু বাচ্চা উৎপাদন করতে স্ত্রী মশার প্রয়োজন প্রোটিনের। আর তা তারা মানুষসহ অন্যান্য প্রাণীর রক্ত শোষণ করে পায়। তবে মশার কোনো দঁাত নেই। তাদের মুখের সামনের অংশ বরাবর প্রোবোসকিস নামক শুঁড়ের মতো থাকে, যার সাহায্যেই রক্ত খেতে পারে। আবার রক্ত খেয়ে স্ত্রী মশারা ডিম পাড়তে বসে। একটি স্ত্রী মশা একসঙ্গে ৩০০ ডিম পাড়ে এবং কোথাও জমে থাকা পানিই হলো তাদের ডিম পাড়ার উপযুক্ত স্থান। ন্যূনতম ১০ দিন পানিতে থাকার পরই কেবল ডিম ফুটে বাচ্চা মশার আবিভার্ব ঘটে। একটি স্ত্রী মশা কখনো কখনো ৮ সপ্তাহ পযর্ন্ত বঁাচে এবং উপযুক্ত অবস্থায় তারা প্রতি তিন দিন অন্তর ডিম পাড়তে পারে।