শরৎ এসেছে

প্রকাশ | ১৯ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

সোলায়মান আহমাদ
স্নিগ্ধ কোমল শান্ত মনে শরৎ এলো ফিরে হিমঝরি আর শিউলি ফুলের সুবাস হৃদয় ঘিরে। সূযর্ মামা সকাল বেলায় উঠছে উঁকি দিয়ে শীতল শরীর উষ্ণ করা রোদের ছেঁায়া নিয়ে। নীল আকাশে ভাসছে দেখো শত পাখির ডানা কাশফুলেরই শিল্প ছবি দেখতে নেই তো মানা। নীরব মনে গাছের পাতা ঝরছে দেখো কত ভরা গাঙে সারি বঁাধা মাঝির নৌকা শত। মাছরাঙাটা বসে আছে আমগাছের ঐ ডালে ধরবে এবার চান্দা, পুঁটি স্বচ্ছ পানির জালে। নতুন রূপে সেজেছে আজ আমার বাংলাদেশ শরৎকালের রূপের বাহার বলে হয় না শেষ।