শরতের ঘ্রাণ

প্রকাশ | ১৯ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

হুমায়ুন আবিদ
সকাল হলো উঠলো রবি গাইলো পাখি গান বনে বনে ফুল ফুটিলো জাগলো খুশির বান। ঘাসের ডগায় শিশির কণা নাচে ফড়িং দল বকের সারি যাচ্ছে উড়ে নদী ভরা জল। নদীর তীরে কাশের বনে ডাহুক পাখির বাস মাঠে ভরা সবুজ ফসল হাসছে নীলাকাশ। ঝির বাতাসে সুবাস ছড়ায় শিউলি বকুল ফুল শারদীয়া ঢোলক বাজে লাগে খুশির দোল। রুদ্র মেঘে ইচ্ছে মতো খেলা করে খুব মেঘের বাড়ি মেঘের মেয়ে কখন ও রয় চুপ। সবুজ পাতার শীতল ছায়াই জুড়িয়ে যায় প্রাণ বষার্ শেষে শরৎ এলেই হাসে এমন ঘ্রাণ।