পরীক্ষার হল

প্রকাশ | ১৯ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

রুবিনা ইয়াছমিন
পরীক্ষার হল নেই কোলাহল, দুরু দরু বক্ষে বসে বসে কক্ষে হাতে আসে প্রশ্ন কেউ খুশি কেউ ক্ষুণœ, কারও হাত খাতায় কারও হাত মাথায়। কলমের খস খস খাতায় ঘস ঘস, কেউ লেখে অবিরল কারও চোখ ছলছল। অবশেষে ঘণ্টা, কেঁপে ওঠে মনটা। খাতা হয় হাত ছাড়া, মনে পড়ে সব পড়া।