সবুজ বাংলাদেশ

প্রকাশ | ১৯ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

এইচএম কবির আহমেদ
ভোরের আলোয় জেগে ওঠে একটি সবুজ দেশ, শিউলি, বেলি, হাসনাহেনা গন্ধ ছড়ায় বেশ। রূপের বাহার চার-পাশেতে সবুজ শ্যামল ঘাস, রাখাল, মাঝি মনের সুখে কাটায় বারো মাস। পাহাড়, নদী, ঝণার্-ধারা চলে এঁকে বেঁকে, রং-তুলিতে শিল্পী আমার দেশের ছবি অঁাকে। কৃষক ফলায় সোনার ফসল সবুজ-শ্যামল মাঠে, ফসল ভরা মাঠের কোণে হাসে বঁাকা ঠেঁাটে। মায়ায় ভরা ছবির মতো শত নদীর দেশ, পাখির ডাকে জেগে ওঠে সবুজ বাংলাদেশ।