আলোর পাখি

প্রকাশ | ১৯ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

আনোয়ারুল হক নুরী
ঘুম ভাঙানো মন রাঙানো খুলে আমার অঁাখি। আলোর হাতে রাঙায় প্রাতে সূযর্ আলোর পাখি। আলোর পাখি উঠবে ডাকি ছড়িয়ে রোদের ডানা। চোখের পাতায় জীবন খাতায় কী কাÐকারখানা। ঘুমের চাদর সরিয়ে; আদর দেয় যে দুচোখ পুরে। জীবন খাতার কাব্য গাথার অপূবর্ এক সুরে- আলোর ডানায় বাজিয়ে সানাই আয় আয় ডাকে। আগামী এক স্বপ্ন ভুবন আমার মাঝে অঁাকে।