স্নিগ্ধ শরৎ

প্রকাশ | ২৬ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

তামান্না ইসলাম
শরৎ হলো ঋতুর রানী আসে বষার্র পরে, সুদূর ঐ নীল আকাশ সাদা মেঘে ভরে। ঝিলের জলে শাপলা ফোটে ফোটে কামিনী শিউলি, রাঙা হাসিতে মন কাড়ে শত পদ্মের কলি। কাশফুল ভরে যায় নদীর দুই তীরে, রংধনুর মেলা বসে নীল আকাশ জুড়ে। শরতের রাত মনোরম হয় চঁাদের স্নিগ্ধ হাসিতে অমল জোছনায় স্নাত পৃথিবী স্বপ্ন ভরা অঁাখিতে।