আনন শিশুসাহিত্য আসর অনুষ্ঠিত

প্রকাশ | ০৩ অক্টোবর ২০১৮, ০০:০০

হাট্টি মা টিম টিম ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০১৮ শুক্রবার বিকাল ৫টায় আনন ফাউন্ডেশন আয়োজিত আনন শিশুসাহিত্য আসরের ২৫তম আসরটি আনন সেন্টার, ২৫১৬ পূবর্ ভাটারা, নতুন বাজার, গুলশান-২, ঢাকায় ফাউন্ডেশনের সভাপতি স ম শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বণার্ঢ্য এই আসরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কথাসাহিত্যিক ও শিশুসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ফারুক মাহমুদ। সাহিত্য আসরের শুরুতে ভাষার গান পরিবেশন করে ফাউন্ডেশনের ছোট্টবন্ধু বষার্ রায়। স্বরচিত লেখা পাঠে অংশ নেন সিরাজুল ফরিদ, মাহমুদউল্লাহ, এনায়েত রসুল, আশরাফুল মান্নান, দীপু মাহমুদ, শাহানারা রশীদ ঝরনা, আবিদ করিম মুন্না, মনিরুজ্জামান পলাশ, চন্দনকৃষ্ণ পাল, মোহাম্মদ রবিউল হোসেন, রুবেল হাবিব, মালেক মাহমুদ, সব্যসাচী পাহাড়ী, গোলাম নবী পান্না, ইউসুফ আরেফিন মাসুদ, কামাল হোসাইন, আমিনুল ইসলাম মামুন, আহমাদ স্বাধীন, আহমেদ জাকির, মাহমুদ মোস্তফা, শাহজাহান মোহাম্মদ, নূর মোহাম্মদ দীন, জাহিদ জাবের, মো. আওয়াল হোসেন, সাজ্জাদ বাবু, আশা রহিম, মো. সজীব মিয়া, মো. মনির হোসেন প্রমুখ। শিশুদের মধ্য থেকে লেখা পাঠে অংশ নেয় সজিবুর রহমান সৌরভ, আবির হাসান শাওন, আদৃতি সরকার অনু, মাজনীন রহমান মাইশা, সাফিয়া জান্নাত, সামিয়া আক্তার মিম ও অপণার্। অনুষ্ঠানে আনোয়ারা সৈয়দ হকের লেখা গল্প পাঠ করে শোনায় আনন ফাউন্ডেশনের ছোট্ট বন্ধু অণর্ব চৌধুরী ও সাব্বির হোসেন এবং ফারুক মাহমুদের ছড়া আবৃত্তি করে নাদিয়া জান্নাত নিঝুম। সবশেষে সভাপতি বলেন, আনন ফাউন্ডেশন শিশুসাহিত্যিকদের শিশুসাহিত্যে বিশেষ অবদানের জন্য শিশুসাহিত্য পুরস্কার দিচ্ছে।