আফ্রিকার চোখ

প্রকাশ | ০৩ অক্টোবর ২০১৮, ০০:০০

হাট্টি মা টিম টিম ডেস্ক
সত্যি সত্যি ওখানে একটা চোখ আছে। একেবারে অবিকল মানুষের চোখ। তবে তা দেখতে ওখানে গেলে চলবে না, যেতে হবে অনেক ওপরে, মহাশূন্যে। কারণ চোখটা এতই বিশাল, মহাশূন্যে না গেলে তুমি পুরো চোখটা একসঙ্গে দেখতেই পারবে না। এমনকি যদি গুগল আথর্ দিয়েও দেখ, প্রথমে তুমি চোখের মণির ভেতরের সাদা যে অংশটা, আফ্রিকার বালুরঙা চোখের সেই অংশটা কেবল দেখতে পারবে। তারপর জুম আউট করলে তুমি দেখতে পাবে আফ্রিকার চোখের পুরোটা। আফ্রিকার এ চোখটা আছে আফ্রিকার এক গরিব দেশ মৌরিতানিয়ায়। আফ্রিকার বিখ্যাত সাহারা মরুভ‚মির নাম তো শুনেছ। মরুভ‚মিটার যে অংশ মৌরিতানিয়ায় পড়েছে, তারই এক অংশে আছে আফ্রিকার এ আজব প্রাকৃতিক আশ্চযর্। তবে এ চোখ কীভাবে সৃষ্টি হলো, তা নিয়ে বিজ্ঞানীরা এখনো কোনো স্থির সিদ্ধান্তে আসতে পারেননি। অনেকের মতে, কোনো দেশ হয়তো ওখানে মাটির নিচে কোনো অ্যাটম বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটিয়েছে, আর তা থেকেই এ চোখের সৃষ্টি।