ঘুড়ি

প্রকাশ | ০৩ অক্টোবর ২০১৮, ০০:০০

খন্দকার জাহাঙ্গীর হুসাইন
উড়ছে ঘুড়ি দূর আকাশে দৃষ্টির অনেক উপরে, নাটাই হাতে ধরে আছি ধরছি টেনে সুতোরে। খড়খড়ে রোদ-ভর দুপুরে ঘামছে শরীর গরমে, উড়ছে ঘুড়ি বাড়ছে নেশা ছাড়ছিনা লাজ-শরমে। নানান ধঁাচের ঘুড়ি আছে কৈরো, চিলে, ঢাউস আর; নাটাই ঘোরে ঢাউস ওড়ে উড়াই ঘুড়ি বারে বার।