খোকার ইচ্ছে

প্রকাশ | ০৩ অক্টোবর ২০১৮, ০০:০০

জিনিয়াস মাহমুদ
ছন্দে ছন্দে পড়ব আমি নিত্যনতুন ছড়া, মজা করে খাব আমি মায়ের হাতের বড়া। বাবার হাতটি ধরে আমি সবুজ মাঠে যাব, মামার বাড়ি গিয়ে আমি পিঠাপুলি খাব। সবার সাথে খেলব আমি থাকব হাসি মুখে, গরিব-দুখি পেলে আমি নেব টেনে বুকে। শিক্ষাগুরুর কথা আমি শুনব অতিধ্যানে, বাবা-মায়ের কথা আমি চলব সদা মেনে।