বাবুর সখ

প্রকাশ | ০৩ অক্টোবর ২০১৮, ০০:০০

নুসরাত রীপা
বাবুটার কি যে হলো কিচ্ছু সে খায় না খেলাধুলো সব বাদ গানটাও গায় না রংতুলি পড়ে থাকে পড়ে থাকে ছড়া-বই চুপচাপ বসে থাকে করে না কো হই চই মা বাবা চিন্তিত ছোটকা ও ভাবনায় টেনশনে ছোট মামা রাত জাগে পাবনায় দাদু ভাবে,দাদি ভাবে ভেবে হয় দিশাহারা বাবুটার হলো কি যে ভাবে ফুপি সাহারা বাবু থাকে চুপচাপ কোনো কথা মুখে নাই ওর কথা ভেবে ভেবে অস্থির সব্বাই শেষাবধি নানু মণি বাবুটারে ডেকে কয় ‘যা খুশি চা তো সোনা মুখ ভার আর নয়’ নানুর সাহস পেয়ে বাবু বলে সত্যি? যা চাবো তাই দেবে মিথ্যে নয় এক রত্তি? পাখির মতোন দুটো ডানা তবে দাও এনে বেড়াবো উড়ে ঘুরে মন চাবে যেখানে পাহাড় বনানী নদী দেখবো এ দেশটা তারপর দেখবো ঐ সাগরের শেষটা—- বাবুটার কথা শুনে মাথে হাত সব্বার এমন চাইতে ডানা কে শুনেছে কবে আর? ‘ডানা বুঝি আনা যায় মানুষের জন্য চা না বাপু মন খুলে আর কিছু অন্য—-’ বাবু বলে, ডানা চাই, আর কিছু চাওয়া নেই স্বপ্নালু চোখ সে মেলে দেয় আকাশেই—-