আমাদের ছোট খুকি

প্রকাশ | ০৩ অক্টোবর ২০১৮, ০০:০০

আবু সাইদ
আমাদের ছোট খুকি পড়ালেখা করে, কথা কয় খই ফোটে মুখখানি ভরে। হাতমুখ ধোয় রোজ ঘুম থেকে উঠে, চঁাদের কিরণ যেন চোখে মুখে ফোটে। গুরুজনে যা যা বলে শোনে খুকি ঠিক, হাসিমুখে ছোটাছুটি করে চারদিক। ইশকুলে যায় রোজ মনোযোগ পাঠে, পাঠাগারে গিয়ে খুকি শত বই ঘঁাটে। সহপাঠী যারা আছে ভালোবাসে তাকে, খেলাধুলা করে তারা টিফিনের ফঁাকে। উপদেশ দেন যত শিক্ষকগণে, আমলে তা নিতে খুকি থির করে মনে। কাজে-কামে সহায়তা করে বাবা মা’কে, এইরূপ খুকি যেন ঘরে ঘরে থাকে।