বাঘা অঁাকন প্রজাপতি

প্রকাশ | ১০ অক্টোবর ২০১৮, ০০:০০

হাট্টি মা টিম টিম ডেস্ক
নিমফ্যালিডি পরিবারের অন্তভুর্ক্ত এ প্রজাপতির ইংরেজি নাম লেপাডর্ লেসউইং (খবড়ঢ়ধৎফ খধপবরিহম) আর বৈজ্ঞানিক নাম ঈবঃযড়ংরধ পুধহব (উৎঁৎু). এদের ডানার বিস্তার ৮০-৯৫ মিলিমিটার। কমলা রঙের ডানার কিনারা ঘেঁষে কালো রঙের লেস বা ফিতার মতো উল্টো ইংরেজি ভি (ঠ) চিহ্নিত দেহ এবং সামনের ডানার দুই পাশে সাদা ছোপ দেখে এদের সহজেই শনাক্ত করা যায়। স্ত্রী ও পুরুষ প্রজাপতি দুই রকমের হয়। পুরুষ প্রজাপতিটি দেখতে ঠিক যেন প্লেইন টাইগার প্রজাপতির মতো। অন্যদিকে স্ত্রী প্রজাপতিটি দেখতে অনেকটা ইন্ডিয়ান ফ্রিটিলারি প্রজাপতির মতো। পুরুষ প্রজাপতির ডানার ওপরের পিঠের রং লালচে কমলা। স্ত্রী প্রজাপতির ডানার ওপরের পিঠ ঘাসের মতো সবুজ। স্ত্রী-পুরুষ উভয় প্রজাপতিরই সামনের ডানার কিনারায় কালো রঙের ওপর সাদা ছোপ রয়েছে। পেছনের ডানার শেষের দিকে খুব ছোট ছোট কিছু কালো বিন্দুর সমাহার লক্ষ্য করা যায়। পেছনের ডানার নিচের অংশে লাল, ক্রিম, নীলচে-কালো ও হলুদের নানান বৈচিত্র্যময় রঙের সমাহার রয়েছে। অন্যান্য প্রজাতির লেসউইংয়ের মতো এদেরও ডানার কিনারায় বাইরের দিকের কালো বডার্র দেয়া অসংখ্য ইংরেজি া চিহ্নিত দাগ আছে। এবারে এসো বাঘা অঁাকন প্রজাপতির স্বভাব সস্পকের্ কিছু তথ্য জেনে নিই। এরা বেশ ধীরগতিতে উড়ে বেড়ায়। ফুলের মধু খেতে ভালোবাসে।