নকশাদার সামুদ্রিক শামুক

প্রকাশ | ১০ অক্টোবর ২০১৮, ০০:০০

হাট্টি মা টিম টিম ডেস্ক
প্রাণীটির নাম নিউডিব্রোঙ্ক (হঁফরনৎধহপয)। এরা এক ধরনের সামুদ্রিক শামুক। বাস করে মূলত সমুদ্রের অগভীর জলে। তবে এদের মানুষ চেনে ভিন্ন কারণে। ওদের গায়ের রং খুবই আকষর্ণীয়। এ কারণেই মলাস্কা পবের্র অন্য প্রাণীদের থেকে এদের আলাদা করা যায়। শুধু যে গায়ের রং সুন্দর তা নয়, এদের শরীরের অঁাকিবুকিও খুব অভিনব। রং আর নকশার সৌন্দযের্র জন্য ওদের পৃথিবীর সবচেয়ে সুন্দর প্রাণী বলে ডাকা হয়। নিউডিব্রোঙ্কের প্রায় ৩ হাজার প্রজাতি পৃথিবীতে পাওয়া যায়। প্রজাতির সংখ্যায় এরা বিশাল হলে কী হবে, আকারে কিন্তু এরা বেশ ছোট। সবচেয়ে বড়টি এক ফুটের মতো সবচেয়ে ছোটটি ১ ইঞ্চির ৪ ভাগের ১ ভাগ হতে পারে। ওজন হয় বড়জোর ৩ পাউন্ডের মতো। মাংসাশী এ প্রাণীর মুখে এক সারি বঁাকানো দঁাতও থাকে।