জেনে নাও স্নায়ুর কথা

প্রকাশ | ১০ অক্টোবর ২০১৮, ০০:০০

হাট্টি মা টিম টিম ডেস্ক
স্নায়ুগুলো লম্বা তন্তুর মতো অ্যাক্সন দিয়ে ঘেরা এবং আবদ্ধ অবস্থায় থাকে এবং এভাবে স্নায়ুকোষ গঠিত হয়। স্নায়ুকোষ নিউরন ও গিøয়াল কোষ নিয়ে গঠিত। এরধষ অথবা এষরধ কোষ শব্দটি এসেছে গ্রিক এষঁব থেকে। এগুলো কাঠামো দান করতে এবং নিউরনকে সাহায্য করতে বিশেষভাবে তৈরি। তারা নিউরনকে জায়গামতো ধরে রাখতে, নিউরনে পুষ্টি পেঁৗছে দিতে, জীবাণু ধ্বংস করতে, মৃত নিউরন সরিয়ে ফেলতে এবং নিউরনে অ্যাক্সনের কাজ করতে সাহায্য করে। কয়েক ধরনের গিøয়াল কোষ মায়েলিন নামে এক প্রকার পদাথর্ ক্ষরণ করে যেটি অ্যাক্সনকে ঘিরে রাখে এবং খুব দ্রæত সংকেত পাঠাতে সাহায্য করে। নিউরন দ্রæত ও ঠিকভাবে অ্যাক্সনের সাহায্যে তড়িৎ-রাসায়নিক মাধ্যমে সংকেত পাঠায় অন্যান্য কোষে। নিউরন আবার দুই রকমেরÑ সেনসোরি নিউরন ও মোটর নিউরন। সেনসোরি নিউরন আলো, স্পশর্ এবং শব্দ স্নায়ু সংকেতে পরিবতর্ন করে; যা আবার সিএনএসে পাঠানো হয় এবং সিএনএস আমাদের পুরো শরীরকে ওই সংকেত ও চারপাশের পরিবেশ বুঝতে সাহায্য করে। মোটর নিউরন পেশি ও গ্রন্থি চালাতে স্নায়ু সংকেত পাঠায়। মানুষের মস্তিষ্কে প্রায় ১০০ বিলিয়ন নিউরন ও সুষুম্না কাÐে প্রায় ১৩.৫ মিলিয়ন নিউরন রয়েছে। স্নায়ুতন্ত্র প্রতি সেকেন্ডে প্রায় ১০০ মিটার সংকেত পাঠাতে সক্ষম।