ভাল্লাগে না

প্রকাশ | ১০ অক্টোবর ২০১৮, ০০:০০

সৈয়দ মাশহুদুল হক
ভাল্লাগে না খোকন সোনার আকাশ হলে মেঘলা মন ছুটে যায় ঝিলের জলে মাছ ধরতে একলা। ভাল্লাগে না ডাক না শুনলে রাতে ঝিঁঝিঁ পোকার পাখপাখালি না ডাকলেও ভাল্লাগে না খোকার। ভাল্লাগে না পাখির বাসায় না দিলে রোজ উঁকি ঘরের কোণে একলা বসে খাতায় অঁাকিবুকি। ভাল্লাগে না পিচ্চি সেজে দুধমাখা ভাত খায় ভাল্লাগে না যখন তখন কেউ তারে ধমকায়। খোকার শুধু ভাল্লাগে ওই সবুজ তরুলতা গঁায়ের মাঠে ছুটে যেতেই বাড়ে ব্যাকুলতা।