তমার সখ

প্রকাশ | ১০ অক্টোবর ২০১৮, ০০:০০

রেজাউল রেজা
তমার মনে অনেক আশা গড়বে বাগান ফুলের, সেই বাগানের চারিদিকে থাকবে যে গাছ কুলের। বাবার কাছে করে নিল একটা বাগান ফুলের, মনের আশা করতে পূরণ গাছ লাগালো কুলের। ফুল বাগানে ফুল ফুটেছে খুব খুশি আজ তমা, তার আশাটা পূণর্ হলো যা করেছে জমা। ভ্রমর এসে নিচ্ছে মধু তার বাগানের ফুলের, মনের সুখে দেখছে তবে ভয়ও আছে হুলের। থোকায় থোকায় কুল ধরেছে তমার কুলের গাছে, সেই খুশিতে ছোট্ট তমা আনন্দে তাই নাচে।