সাজল দুগার্-মঞ্চ

প্রকাশ | ১৭ অক্টোবর ২০১৮, ০০:০০

এইচএম কবির আহমেদ
এলো সাজে দুগার্-পূজা সাজল শহর-গঞ্জ, রঙ বেরঙের নানান সাজে সাজছে পূজা মঞ্চ। নতুন জামা দিচ্ছে মামা সাথে রাঙা চুড়ি, আনন্দেতে নাচছে খুকি উড়ছে মনের ঘুড়ি। কেনাকাটা উপহারে বসছে খুশির মেলা, ফুল-খুকিরা ছুটছে কত করছে সিঁদুর খেলা। আনন্দের ওই খুশির হাওয়া লাগছে সবার গায়, তাক-দিনা-দিন বাজনা বাজে নূপূর রাঙা পায়। শিশু কিশোর সবাই মিলে গাইছে কত গান, আরাধনায় মাথা নত করবে বলিদান। মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল জাতির দেশ, সবাই মিলে গড়ব মোরা প্রিয় বাংলাদেশ।