দুগার্পূজা

প্রকাশ | ১৭ অক্টোবর ২০১৮, ০০:০০

আব্দুস সালাম
শরৎকালের বিদায় বেলায় দুগার্ এলো ধরাতে পূজারিরা অঘর্্য হাতে ব্যস্ত যে মন ভরাতে। শঙ্খ ঢাকের সুর শোনা যায় দেশের সকল মন্দিরে হিন্দুরা সব মাতোয়ারা থাকবে কেউ বন্দিরে। মÐা-মিঠাই, খেলনা-পাতিল পসরা পূজার মেলাতে দুগাের্দবীর আরাধনায় মুগ্ধ সারাবেলাতে। দশমীতে কঁাদিয়ে দেবী বিদায় নেবে বেশ তো এমনিভাবে রয়ে যাবে দুঃখ-সুখের রেশ তো।