চিত্রকর

প্রকাশ | ১৭ অক্টোবর ২০১৮, ০০:০০

মো. আরিফুল ইসলাম
ছোট্ট শিল্পী খাতায় অঁাকে নদী পারের কাশ, মরা নদীর ভাঙা বঁাকে সাদা মেঘের আকাশ। ভোরে পাখি ওড়ে ঝঁাকে বাজে রাখাল বঁাশি, পুরো গঁায়ে পাখির ডাকে ভেসে বেড়ায় হাসি। সাদা শরৎ ভোর বেলাকে সাজায় শিউলি ফুল, দৃশ্য দেখে ফুলের শাখে মৌমাছি হয় আকুল। মেয়েটা বেশ অঁাকতে পারে ফুটন্ত গোলাপ কুঁড়ি, মরা গাংনাই নদীর পারে কাশের বিশাল জুড়ি।