হেমন্ত

প্রকাশ | ১৭ অক্টোবর ২০১৮, ০০:০০

এস আই সানী
সারারাতের স্বপ্ন শেষে ভোরবেলাতে দেখি, দূবার্ঘাসের ডগায় ডগায় জ্বলজ্বলে সব একি! আলতো ছেঁায়ায় ঘাসের উপর যেই রেখেছি পা, শিরশিরিয়ে উঠলো চরণ উঠলো কেঁপে গা। ডগায় ডগায় মুক্তোদানা খিলখিলিয়ে হাসে, রাত পেরিয়ে ভোরের রবি ঘাসের উপর ভাসে। ঠাÐাবায়ুর পশের্ গায়ে লাগলো কঁাপন নিশির, ঠিক ধরেছি ঠিক ধরেছি ওগুলো সব শিশির। শিশিরছেঁায়ায় পেখম মেলে উঠলো নেচে এ মন তো, ও বুঝেছি ও বুঝেছি আসলো গঁায়ে হেমন্ত।