আলতা প্রজাপতি

প্রকাশ | ১৭ অক্টোবর ২০১৮, ০০:০০

হাট্টি মা টিম টিম ডেস্ক
আলতা প্রজাপতির সামনের ডানা সম্পূণর্ কালো। পেছনের ডানায় অঁাচলে সাদা অঞ্চলটা অনেকটা ফুলকাটা জাফরির মতো। বাইরের অঁাচলে মাঝারি মাপের লাল বুটির সারি রয়েছে। উড়ন্ত অবস্থায় কমন মরমন ও কমন রোজ দেখতে একই রকম হলেও ওড়ার ভঙ্গিই এদের আলাদা করে চিনিয়ে দেয়। কমন রোজ ওড়ে সরলরেখায়, অচঞ্চল ছন্দে, দূর থেকে দেখলে মনে হয় সে যেন তার গন্তব্য পরিষ্কারভাবে দেখতে পাচ্ছে এবং সোজা সেদিক লক্ষ্য করেই উড়ছে। কিন্তু কমন মরমনের ওড়া সেই তুলনায় এলোমেলো। রোজ তার ডানা যতটা ওপরে তোলে এবং যত দ্রæত নাড়ায় কমন মরমনের ওড়ায় এ দুইয়ের মাত্রা বেশি। ভালোভাবে লক্ষ্য করলে বোঝা যাবে যে, রোজের ক্ষেত্রে তার সামনের ডানা জোড়ার তুলনায় পেছনের জোড়া নড়ছে অতি সামান্য। পেছনের ডানা দুটো রোজের ভারসাম্য ও দিক নিয়ন্ত্রণ বজায় রাখে, প্রজাপতিটি ওড়ে তার সামনের ডানা দুটোর জোরে। অ্যারিস্টোলোকিয়া গাছ আলতা প্রজাপতির প্রিয় খাবার। এ গাছের পাতায় থাকে অ্যারিস্টোলোচিক এসিড, যা পাখি ও অন্য প্রাণিদের কাছে বিষাক্ত এবং এর গন্ধও বেশ ঝঁাজালো। ফলে কোনো পাখি একবারের বেশি এ প্রজাপতির শূককীটকে বিরক্ত করে না। বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, শ্রীলংকা, নেপাল, ভুটান, মিয়ানমার ও মালয় থেকে শুরু করে চীন পযর্ন্ত আলতা প্রজাপতি দেখতে পাওয়া যায়।