অতিথি পাখিদের দেখা মেলে

প্রকাশ | ১৭ অক্টোবর ২০১৮, ০০:০০

হাট্টি মা টিম টিম ডেস্ক
অতিথি পাখিদের দেখা মেলে বঙ্গোপসাগরের উপক‚লবতীর্ এলাকা, সুন্দরবন, নোয়াখালীর সুধারাম উপজেলার চরগুলো, কক্সবাজারের সোনাদিয়া দ্বীপ, কুড়িগ্রামের রৌমারীর জলাভ‚মি, দিনাজপুরের রামসাগর, মুন্সীগঞ্জ, পদ্মার চরাঞ্চলের গ্রামগুলো, সিলেট-সুনামগঞ্জ-মৌলভীবাজারের হাওর এলাকায়। এগুলো যেন অতিথি পাখিদের স্বগর্রাজ্য। যেসব জলাভ‚মিতে দেশান্তরী পাখিদের আগমন বেশি, সেগুলো হচ্ছে আটাভাঙা বঁাওড়, বনির্ বঁাওড়, হাইলা, হাকালুকি, বরাম, বাংকা, মাকা, মাকালকান্দি, গুলদুবা, টাঙ্গুয়া, মতিয়ান, পাথার, চানালি, ঝিকর, জিংকর, জামইকাটা, মাহাই, নলুয়া, পারুয়া, দিনসাপোতা, গণেশ্বর, দুবরিয়া, চলনবিল, বউধা, চালচাকতা, চিংড়া, মেদা, কুকরিমুকরির চর, চরখিদিরপুর, চরমুশান, চরওসমান, নীলসাগর, দুগার্সাগর, কাপ্তাই লেক, বগা লেকসহ বিভিন্ন লেক।