কত রকম বক

প্রকাশ | ১৭ অক্টোবর ২০১৮, ০০:০০

হাট্টি মা টিম টিম ডেস্ক
সহজে যেসব সুন্দর সুন্দর পাখির সন্ধান মেলে তার মধ্যে বক অন্যতম। পানির মধ্যে এক পায়ে নিঃশব্দে নিশ্চুপে দঁাড়িয়ে থাকা বককে দেখে কার না ভালো লাগে। গ্রামে সচরাচর এ পাখিটির দেখা মিললেও শহরাঞ্চলে বকের সন্ধান পাওয়া কষ্টসাধ্য ব্যাপার বটে। আজ তোমাদের হরেক রকম বকের কথা বলব। মূলত আমাদের দেশে চার-পঁাচ রকমের বকের দেখা পাওয়া যায়। এর মধ্যে ধূসর বক, লালচে বক, সাদা বক, গোবক, কেঁাচ বক ও খুন্তে বক উল্লেখযোগ্য। ধূসর বকের শরীরের ওপরের দিকটা ছাই রঙের, মাথা ধূসর, গলা সাদা, সরু ও লম্বা, ঠেঁাট ছুরির মতো শক্ত ও ছঁুচালো। পা অন্যান্য পাখির চেয়ে বেশ লম্বাটে। এদের মাথায় কালো রঙের লম্বা ঝুঁটি থাকে। বুক ও গলার পালকের কাছে থাকে কালো কালো ফেঁাটা ফেঁাটা চিহ্ন। মজার ব্যাপার হলোÑ এ প্রজাতির বকের নারী-পুরুষ দেখতে প্রায় একই রকম। ধূসর বক তাদের জাতভাইদের নিয়ে একত্রে থাকতে ভালোবাসে। এ জাতের বক ভালো মিস্ত্রিও বটে। এরা কাঠি, ঘাস দিয়ে বাসা বানিয়ে বছরের পর বছর সে বাসা ব্যবহার করে। ধূসর বকেরা একসঙ্গে কতটি ডিম দেয় জানো? দু-তিনটি ডিম পাড়ে তারা। ডিমের রং হয় গাঢ় সবুজ। ধূসর বকের আরেক জাতভাই হলো লালচে বক। তবে এরা দেখতে ধূসর বকের চেয়ে খানিকটা ছোট। এদের চেনা যাবে শরীরের ওপরের অংশ ধূসর লালচে এবং গলায় ও মাথায় লালচে বাদামি, নিচের অংশে কালো ছোপ ছোপ দাগ দেখে। বকের নানা জাতের মধ্যে সবচেয়ে সুন্দর জাত এটি।