বষার্ এলে

প্রকাশ | ০৪ জুলাই ২০১৮, ০০:০০

তৌহিদ আহাম্মেদ লিখন
বষার্ এলে সকাল দুপুর বৃষ্টি পড়ে খুব, বৃক্ষরাজি তরুলতায় আসে নতুন রূপ। বষার্ এলে নদীর ধারে পানি উঠে অতি, নদীর স্রোতে পাড় ভেঙে যায় মানুষের হয় ক্ষতি। বষার্ এলে রাস্তা-ঘাটে থাকে শুধু কাদা, এদিকওদিক চলতে গেলে পড়ে শুধু বাধা।