আষাঢ়ে

প্রকাশ | ০৪ জুলাই ২০১৮, ০০:০০

জাবির মাহমুদ
আষাঢ়ে, মেঘ সব কেঁদে যায় গ্রামগুলো ভাসা রে। প্রকৃতিটা সুমসাম বজ্রের ক্ষ্যাপা তান মেকি নয়, খাসা রে ভেজা গাছ পাতারা ফুল হাসি হাসা রে। শিশুমন তড়পায় আশপথ পাশপথ তাকিয়ে এক্ষুনি দিবে ছুট মার চোখ ফঁাকিয়ে। রিনিঝিনি আষাঢ়ে- নদী খাল টলোমল জলমূলী ভাসা রে।