বাদল ঝরে টাপুরটুপুর

প্রকাশ | ০৪ জুলাই ২০১৮, ০০:০০

সৈয়দ মাশহুদুল হক
ইলশেগুঁড়ি বাদল ঝরে ঝরে মুষলধারে টাপুরটুপুর দিনের বেলায় রিনিঝিনি অঁাধারে। বাদল ঝরে ঘরের চালে মাঝির নায়ে-জেলের জালে। বাদল ঝরে মাঠেঘাটে গড়িয়ে গিয়ে শেষে মিলে পুকুর জলে-খালে বিলে। আষাঢ় মাসের বৃষ্টি-বাদল মনে বাজায় উদাস মাদল। আকাশ হয়ে পুরো উপুড় সকাল বিকাল রাত্রি দুপুর বাদল ঝরে টাপুরটুপুর বাজে যেন খুকুর নূপুর।