নিউরনে অনুরণন

প্রকাশ | ২৪ অক্টোবর ২০১৮, ০০:০০

ঁহাট্টি মা টিম টিম ডেস্ক
নিউরন দ্রæত ও ঠিকভাবে অ্যাক্সনের সাহায্যে তড়িৎ-রাসায়নিক মাধ্যমে সংকেত পাঠায় অন্যান্য কোষে। নিউরন আবার দুই রকমেরÑ সেনসোরি নিউরন ও মোটর নিউরন। সেনসোরি নিউরন আলো, স্পশর্ এবং শব্দ স্নায়ু সংকেতে পরিবতর্ন করে; যা আবার সিএনএসে পাঠানো হয় এবং সিএনএস আমাদের পুরো শরীরকে ওই সংকেত ও চারপাশের পরিবেশ বুঝতে সাহায্য করে। মোটর নিউরন পেশি ও গ্রন্থি চালাতে স্নায়ু সংকেত পাঠায়। মানুষের মস্তিষ্কে প্রায় ১০০ বিলিয়ন নিউরন ও সুষুম্না কাÐে প্রায় ১৩.৫ মিলিয়ন নিউরন রয়েছে। স্নায়ুতন্ত্র প্রতি সেকেন্ডে প্রায় ১০০ মিটার সংকেত পাঠাতে সক্ষম। বিজ্ঞানের যে শাখায় স্নায়ুতন্ত্র নিয়ে আলোচনা হয় তাকে স্নায়ুবিজ্ঞান বলে। নিউরোলজি মেডিকেলের একটি শাখা যেখানে ডাক্তার ও সাজর্নদের বলা হয় নিউরোলজিস্ট এবং নিউরোসাজর্ন।