শনির বলয়

প্রকাশ | ২৪ অক্টোবর ২০১৮, ০০:০০

ঁহাট্টি মা টিম টিম ডেস্ক
শনিগ্রহের কেন্দ্র পাথুরে বস্তু দ্বারা গঠিত যার আশপাশের বেশির ভাগ অংশই তরল গ্যাস দ্বারা আবৃত। সমগ্র শনিগ্রহ বিভিন্ন বলয় দিয়ে ঘেরা, এ বলয়গুলো মহাশূন্যে কয়েক হাজার কিলোমিটার পযর্ন্ত বিস্তৃত। শনির এ বলয়গুলো অসংখ্য কেলাসিত বরফ দ্বারা তৈরি। তাদের আকার-আকৃতিও বৈচিত্র্যময়। এগুলোর কোনো কোনোটা একটা বাড়ির সমান বড়, কোনোটা আবার ধূলিকণার মতো ক্ষুদ্র। শনিগ্রহ খুবই হালকা। হিলিয়ামের চেয়ে এ গ্রহে হাইড্রোজেনের পরিমাণ বেশি থাকার কারণে এর ঘনত্ব কম। সৌরজগতের আরেক গ্রহ জুপিটারের মতো শনিগ্রহের অনেক চঁাদ আছে যেগুলো তাকে কেন্দ্র করে ঘুরছে। শনিগ্রহ অবশ্য মোটেও শান্তির কোনো গ্রহ নয়। প্রবল ঝড়-বাতাস এ গ্রহের আবহাওয়ার অন্যতম বৈশিষ্ট্য। ঝড়ের গতিবেগ থাকে সাধারণত ঘণ্টায় ৮০০ কিলোমিটার।