হেমন্তের রূপ

প্রকাশ | ২৪ অক্টোবর ২০১৮, ০০:০০

কবির কাঞ্চন
সবুজ শ্যামল গঁায়ের বুকে মাঠে সোনা ধান ফসল কাটার মহোৎসবে চাষির কণ্ঠে গান। দোয়েল কোয়েল ময়না টিয়ার কিচিরমিচির তান পাখির তানে মনে জাগে গঁায়ের পানে টান। সকাল বিকাল হিমেল হাওয়া দুপুরবেলার রোদ দেশের রূপে মন যে হারে হয় না রূপের শোধ। নতুন ধানের আয়োজনে নবান্নের উৎসব ধানের গন্ধে পক্ষীকুলে করে কলোরব। বাঙ্গালিদের ঘরে ঘরে পিঠাপুলির ঘ্রাণ হেমন্তেরই সরস ক্ষণে জুড়াই সবার প্রাণ।