সকালের কচি রোদ

প্রকাশ | ২৪ অক্টোবর ২০১৮, ০০:০০

নাহিদ নজরুল
সকালের কচি রোদে হাসে পুরা দেশ অপরূপ চেহারাটা লাগে খুব বেশ। নিশাজলে লতাপাতা ধুয়ে অমলিন চিকচিক করে ওঠে সকালের সিন। ফুল ফোটে ফুলে ওঠে ছোটে তার ঘ্রাণ মন টানে সেইখানে অগণিত প্রাণ। গান গায় পাখিকুল সুমধুর সুর কিচিমিচি কলতানে উড়ে যায় দূর। নদী-নালা খাল বিলে আছে হঁাটুজল লাফালাফি করে মাছ নিয়ে দলবল।