হেমন্তের রূপ

প্রকাশ | ১৪ নভেম্বর ২০১৮, ০০:০০

মোস্তফা কামাল গাজী
আমন ধানের মিষ্টি গন্ধ পাড়াজুড়ে ভাসে নবান্নয়ের আমেজ ওঠে অগ্রহায়ণ মাসে। মুক্ত সাদৃশ শিশির কণা রিনিঝিনি হাসে পা দুটো যে ভিজে ওঠে লেগে দূবার্ঘাসে। হেমন্তের এই রূপ-লাবণ্য দেখতে লাগে বেশ চির সবুজ বাংলাদেশের রূপের হয় না শেষ।