মায়ের প্রতি ভালোবাসা

প্রকাশ | ১৪ নভেম্বর ২০১৮, ০০:০০

শরীফ সাথী
যখন দেখি আমার মায়ের মুখখানি, তখন আমার কণ্ঠে ঝরে সুখ বাণী। স্নেহ মায়া মমতারই বন্ধনে, আটকানো মন ক্ষণিকে হয় চনমনে। পালিয়ে যায় কষ্ট ব্যথার চোট দূরে, অনায়াসে হাসি আসে ঠেঁাট জুড়ে। বিশ্ব মাঝে মায়ের মতো নেই কেহ, তার কারণেই আজকে আমার এই দেহ। আদর প্রীতি হৃদয় ভরে যাক ক্ষণে, মায়ের প্রতি ভালোবাসা থাক মনে। মনে পড়ে মায়ের প্রতি দ্বায় কি সে, কেমন ভাবে পালন করা যায় কি সে?