সুরমা প্রজাপতি

প্রকাশ | ১৪ নভেম্বর ২০১৮, ০০:০০

হাট্টি মা টিম টিম ডেস্ক
এটা হলো সুরমা প্রজাপতি, ইংরেজি নাম কমন আলর্ (ঈড়সসড়হ ঊধৎষ).’ নিমফ্যালিডি পরিবারের অন্তভুর্ক্ত এ প্রজাপতিটির বৈজ্ঞানিক নাম ঞধহধবপরধ লঁষরর. ডানার বিস্তার প্রায় ৬৫-৮৫ মিলিমিটার। গায়ের রং গাঢ় খয়েরি, পিছনের ডানায় আকাশি রঙের পটি আছে। পুরুষ প্রজাপতিটির পিছনের ডানায় পাশ্বর্প্রান্তে আকাশি নীল পটি আছে। স্ত্রী প্রজাপতির ডানায় নীল অংশটি থাকে না। রংও তুলনামূলকভাবে হালকা। মাঝ-অঁাচলে সাদা হালকা ছোপ একটা পটির মতো রূপ নিয়েছে। পটিটা পিছনের ডানাতে বেশি প্রকট। স্ত্রী সুরমা প্রজাপতি দেখতে অনেকটা স্ত্রী ভ‚শÐা প্রজাপতি বা কমন ব্যারনের মতো। এবারে এসো সুরমা প্রজাপতির স্বভাব সম্পকের্ কিছু তথ্য জেনে নিই। এদের স্বভাব ভ‚শÐা প্রজাপতি বা গ্রে কাউন্টের সঙ্গে তুলনা করা যেতে পারে। এদের প্রায়ই জঙ্গলের মধ্যে একটু ভাঙা ভাঙা আলো-ছায়ায় বসে থাকতে দেখা যায়। অধিকাংশ সময় বন-জঙ্গলে পড়ে থাকা শুকনো পাতার ওপরেই এরা বসে থাকে। তবে মাঝেমধ্যে কোনো অনুচ্চ ঝোপঝাড়ের ওপরেও এদের বসে থাকতে দেখা যায়। এ প্রজাপতিটিকে মাটি থেকে বেশি ওপরে বসতে দেখা যায় না। ডানা মেলে দিয়ে একটু ওপরের দিকে বঁাকিয়ে বসে। জঙ্গলের আলো-অঁাধারিতে বসে থাকলে ডানার পিছনের নীল রংটা যেন বেশ উজ্জ্বল দেখায়। তবে এ প্রজাপতিরা খুব সাবধানী বলে এদের কাছে ঘেঁষা বেশ কঠিন। বাংলাদেশ ছাড়াও এ প্রজাপতিটিকে ভারতের উত্তরাঞ্চল থেকে শুরু করে অরুণাচল প্রদেশ পযর্ন্ত এবং নেপাল, ভুটান, মিয়ানমার, থাইল্যান্ড ও মালয়েশিয়াতে পাওয়া যায়।