ডোরাকাটা পাজামা

প্রকাশ | ১৪ নভেম্বর ২০১৮, ০০:০০

হাট্টি মা টিম টিম ডেস্ক
এদের ডোরাকাটা পাজামা ঝঃৎরঢ়বফচুলধসধ ঝয়ঁরফ নামে ডাকা হয়। তার মানে এই নয় যে এরা পাজামা পরে সমুদ্র তলে ঘুরে বেড়ায়! এমন নাম হওয়ার পিছনে মূলত এর দেহের বণর্ দায়ী। এরা দক্ষিণ ভারত-প্রশান্ত মহাসাগরীয় একটি সামুদ্রিক প্রাণী। তবে একসময় এরা অস্ট্রেলিয়ার দিকে যাত্রা শুরু করে। বালির উপরে, সামুদ্রিক ঘাসের মধ্যে এবং ২০ মিটার গভীর জলে এদের দেখতে পাওয়া যায়। দেখতে ছোট এবং চেহারা বৃত্তাকার হয়ে থাকে। এদের মজ্জা বৃদ্ধি পেয়ে দৈঘের্্য ৫০ মিলিমিটার পযর্ন্ত হয়। বাহু খুব ছোট, ঝিল্লি বিশিষ্ট দেহসম্পন্ন। সমগ্র শরীর লম্বালম্বি গাঢ় বাদামি ফিতের আবরণবিশিষ্ট। এরা বালির মধ্যে নিজেকে এমনভাবে আবৃত করে রাখে যার ফলে শুধু মাথার উপরের অংশ দেখা যায়। সংগ্রহের জন্য এদের নমুনা দক্ষিণ-পূবর্ অস্ট্রেলিয়া থেকে সংগ্রহ করে প্যারিসের জাতীয় জাদুঘরে জমা দেয়া হয়েছে।