হারানো শৈশব

প্রকাশ | ১৬ জানুয়ারি ২০২২, ০০:০০

শাহরিয়ার শাহাদাত
এইতো সেদিন পড়ছে মনে ঝাবুক পাতার বনে দস্যি ক'জন ফড়িং খুঁজি ভর দুপুরের ক্ষণে। দলখোলা খাল ওই সীমানায় সাঁতরে যাই পাড়ে ব্যাতীন বিলে ডাহুক ডাকে লুকিয়ে ঝোপঝাড়ে। আকাশ পুরো ঘুড়ির দখল নাটাই হাতে লই রংধনু রং রঙিন বিকাল কই হারালো কই? শিমের মাচায় ফুলগুলো যে মায়ের নাকফুল কুমড়ো ফুলের হলদে ডগায় ওই নাচে ভিমরুল! বৃষ্টি রোদের মাখামাখি শিয়াল বিয়ের ছড়ায় আকাশ ভেঙে টাপুর টুপুর বৃষ্টি হঠাৎ গড়ায়! শিশির ভেজা ভোর বেলাতে নরম উদোম পায়ে ঘাস মাড়িয়ে হৈ-হুলেস্নাড় দূরপালস্নার গাঁয়ে। ডানপিটে দল বন্ধুরা কই হারিয়ে কই সব? ডাকছে আমায় বাহুডোরে হারানো শৈশব!