শীতে

প্রকাশ | ২৩ জানুয়ারি ২০২২, ০০:০০

পারভেজ হুসেন তালুকদার
কিচিরমিচির পাখির ডাকে ঘুমের দেশে ভাঁজ, হিম কুয়াশার চাদর ঢাকা ভোর পেয়ে যায় লাজ। সূর্য ওঠে পূর্ব পানে নেই কোনো তেজ! শীত, হার কাঁপুনির গীত। শিশিরভেজা ঘাস, সেই ঘাসেতে পা ছড়ালে চরম ইতিহাস। বাগানবিলাস বাগান রাঙায় ফুরফুরে রয় মন, খেজুর গুড়ের মিষ্টি পিঠা দিব্যি কাটে ক্ষণ। শিক্ষার্থী, গচিয়া এস এস উচ্চ বিদ্যালয় দিরাই, সুনামগঞ্জ