উপহার

প্রকাশ | ২৮ নভেম্বর ২০১৮, ০০:০০

রেবেকা ইসলাম
খোকন সোনার জন্মদিনে মামার উপহার এত্ত বড় বাকসো এলো নেই তুলনা যার রুপোর ঝিলিক ঝিকিমিকি কাগজে তা মোড়া লাল-বেগুনি রিবন বঁাধা একদমই আনকোরা। ওর ভেতরে কী কী আছে পায় না ভেবে খোকা এদিক ওদিক ঘুরে এসে মারছে শুধু টোকা মনে মনে ভাবে খোকা টুকটুকে লাল ঘোড়া হয়তো আছে টানা চোখের মাটির হরিণজোড়া। আপু বলেন, দেখবে সবাই আমার কথাই ঠিক ওর ভেতরে রেলগাড়ি এক ক-ুউ ঝিকঝিক ঝিক দাদি বলেন, পান চিবিয়ে চিনামাটির বাটি একটু ঠেলে দাদু বলেন, বিশাল শীতলপাটি। ওর ভেতরে কিচ্ছুটি নেই ভাইয়া ধরে বেট মামার নিষেধ, খুলবে না কেউ দারুণ সিক্রেট বিকেলবেলায় সবাই এলো বাসাভতির্ লোক মামা বলেন, খোকন তুমি বন্ধ কর চোখ। দুচোখ খুলে খোকন অবাক ক্রিং ক্রিং বেল হলুদ চাকা সবুজ রঙের ছোট্ট সাইকেল!