হেমন্ত দেয় সাড়া

প্রকাশ | ২৮ নভেম্বর ২০১৮, ০০:০০

ইদ্রিস মÐল
নীল সাদা মেঘ হাত ছানি দেয় গায় পাখিরা গান শিশির পড়ে দূবার্ ঘাসে মাঠে পাকে ধান হেমন্ত দেয় সাড়া রূপে কঁাপায় দেশের মাটি শহর গ্রাম পাড়া হিমেল বাতাস বেড়ায় ভেসে শিউলি ফোটে গাছে শুকায় পানি মাছ ধরে বক পুকুর পাড়ে নাচে রূপের সোভা নীল সাদা মেঘ হাত ছানি দেয় যখন বাংলা জুড়ে হেমন্তকাল ঠিক শুরু হয় তখন।