অথিতি শিশির

প্রকাশ | ২৮ নভেম্বর ২০১৮, ০০:০০

সাফায়েত আজাদ
শিশিরেরা দেয় ভিজিয়ে পাতা ডালে ডালে, টিনের চালে ঝরে শিশির বৃষ্টি তালে তালে। শিশির ভেজা ফুলের কলি সকাল বেলায় হাসে, পথের ধারে শিশির জমে নরম নরম ঘাসে। ধানের গাছে শিশির ফেঁাটা মুক্তা কণার সাজে, যাচ্ছে ঝরে ডগা বেয়ে সোনা রোদের লাজে। অথিতি এই শিশিরগুলো প্রতি শীতের মাসে, ছয় ঋতুর এই বাংলাদেশে সুখ বিলাতে আসে।