দেশের মায়া

প্রকাশ | ২৮ নভেম্বর ২০১৮, ০০:০০

মঞ্জুর মোশের্দ রুমন
সবুজ শ্যামল দেশটা আমার স্মৃতি দিয়ে ঘেরা, রূপ বৈচিত্র্যে অদ্বিতীয় সবার থেকে সেরা। দখিনা বাতাস দোল খায় যে সবুজ বরণ মাঠে, রাখাল ছেলে গরু মহিষ গোসল করায় ঘাটে। কী অপরূপ পাহাড় বেয়ে ঝণার্ আসে নেমে, পানির ধারা বয়ে চলে কভু যায় না থেমে। গাছগুলো সব ঠায় দঁাড়িয়ে দিয়ে যাচ্ছে ছায়া, এদেশ থেকে কোথায় যাব কোথায় পাব মায়া?