খুকির পণ

প্রকাশ | ২৮ নভেম্বর ২০১৮, ০০:০০

রাসু বড়ুয়া
রাগ করেছে মান ধরেছে মুখটি করে ভার, খুকি আমার পণ করেছে নেবে চঁাদের হার। আকাশ থেকে তারা নিয়ে দেবে কানের দুল, রংধনুর রং ফিতা দিয়ে বঁাধবে বিনির ফুল। ফুল বাগানের পরী থেকে নেবে দুটি ডানা, আকাশ পানের পাখি দেখে উড়তে নেই আজ মানা। মান ভেঙেছে রাগ কমেছে করবে পূরণ আশা, খুকির অনেক পণ জমেছে এবার মুখে হাসা।