খুশির শহর

প্রকাশ | ০৫ ডিসেম্বর ২০১৮, ০০:০০

আনোয়ারুল হক নুরী
চঁাদটা হাসে তারা ডাকে আয় আয় আয়। মায়ের কানে ফুসফুসিয়ে ছুটি আলতো পায়। আহ! কী দারুণ উঠোন জুড়ে জোছনার থই থই। ঘর ছাড়া সব উছল কিশোর করছে রে হইচই। মন টেনে নেয় দীঘির জলে জোছনা ঝিকিমিকি। ঢেউরা লাফায় দেখতে যেন ভাঙা রুপোর সিকি। মন টান টান বাড়ির টানে মা যে চেয়ে রয়। বুকের মাঝে মায়ের স্নেহ মনে বাবার ভয়। হুতোম পেঁচার ভুতুম ডাকে মনটা কঁাপে ডরে। কিন্তু আমার ঝিঁঝিঁর গানে মনটা গেল ভরে । চাটাই বনে কাটাই আমি রূপকথার এই রাতে। ঝিঁঝিঁ-জোনাক খুশির শহর দিল আমার হাতে।