হেমন্তের রূপ

প্রকাশ | ০৫ ডিসেম্বর ২০১৮, ০০:০০

তানহিম আহমেদ
প্রকৃতি সাজে নব নবীন রূপে ঐ লাল পলাশ শিমুল ফুল গায়েতে মেখে, শুনি রোজ ভোরে অতিথি পাখির গান মাঠ ঘাট সব যায় কুয়াশায় ঢেকে। গায়ে বধূ উঠোনে বসে পিঠা আর পুলি বানায় ঘোমটা তুলে নিজের মুখে, কৃষক তুলে মাঠে সোনালী আমন ধান স্বপ্ন এসে বাসা বঁাধে তাহার বুকে। কুয়াশায় ঢাকা মাঠ ঘাট ও তেপান্তর সূযর্ আজ গেছে ফিরে নিজ বাড়ি, মেঘেদের সাথে হয়েছে তার আজকে হয়েছে ঐ আকাশের সাথে আড়ি। ধীরে ধীরে আকাশে উঁকি দেয় সূযর্টা ভাঙ্গে প্রকৃতির লুকাচুরি সে খেলা, দেখি চেয়ে চেয়ে হেমন্তের সেই রূপ আমি সকাল দুপুর সারাটি বেলা।