হৈমন্তিক রূপ

প্রকাশ | ০৫ ডিসেম্বর ২০১৮, ০০:০০

মোসা. সামিমা বেগম
হেমন্তের এসময় মাঠে জুড়েসোনা, চাষিদের মায়া দিয়ে স্বপ্নজাল বোনা। মাঠে পাকা ধান কাটা পড়ে মহা ধুম, কৃষাণ-কৃষাণী চোখে উবে যায় ঘুম। ধানের সুগন্ধ ভাসে সারা গ্রাম জুড়ে, হীরাসম ধান তুলে গোলা ওঠে ফুঁড়ে। নবান্ন উৎসবে মেতে কেটে যায় বেলা, সারাটি বছর কাজে নাই অবহেলা। সকাল সন্ধ্যায় থাকে কুয়াশায় ঘেরা, হেমন্তের রূপ যেন বাংলাদেশে সেরা। শিশিরস্নাত প্রহরে মুক্তা বিন্দু ঝরে, জলপাই-আমলকী স্বাদে আহা! মন ভরে। শিউলি, কামিনী আর দেবকাঞ্চন ফোটে গুনগুন গান গেয়ে মৌমাছিরা জোটে। হেমন্ত ঋতুর রূপে এঁকে যায় ছবি, কলম আর কাগজে লিখে যায় কবি। চক্রাকারে ষড়ঋতু আসে বারোমাসে, জীবের মরণ হলে নাহি ফিরে আসে।