নবান্নের রাত

প্রকাশ | ০৫ ডিসেম্বর ২০১৮, ০০:০০

সুজন জাহাঙ্গীর
চঁাদ জ্বলে টিপটিপ পাতার আড়ালে আলোর ঝিলিক মারে ডালিমের ডালে। জোনাকিরা মিটিমিটি নেচে-খেলে যায় খুশির আবেশ যেন ঝরে আঙিনায়। হাওয়ায় ভেসে আসে শেয়ালের হঁাক আবছা আলোয় দেখি তারাদের ঝঁাক। চারিদিকে টুপটাপ শিশিরের ছন্দ আলতো ছেঁায়া দেয় বায়ু মৃদুমন্দ। প্রশান্তি নেমে আসে দিনশেষে রাতে আড্ডায় মশগুল সবে এক সাথে। উঠোনের এককোণে ধান থাকে টালে সেই খুশি দোল খায় কৃষাণীর গালে। পিঠাপুলি, উৎসবে মেতে ওঠে দেশ চঁাদজ্বলা রাতে ফোটে এই পরিবেশ। নবান্নের রাত মানে সুবাসিত রাত এইরাতে পাড়াজুড়ে হয় বাজিমাত।