সাকাের্সর শহর

প্রকাশ | ০৫ ডিসেম্বর ২০১৮, ০০:০০

হাট্টি মা টিম টিম ডেস্ক
সাকার্স তো প্রায় সব শহরেই দেখা যায়। কোনো উৎসবকে কেন্দ্র করে সাকাের্সর দল তাদের খেলা দেখায়। সাকাের্সর দল নানা শহরে ঘুরে ঘুরে নিজেদের ক্রীড়াশৈলী দেখায়। তবে এমন একটি শহর রয়েছে যেখানে শহরজুড়ে থাকে সাকাের্সর দল। আর তাই পুরো শহরকেই সাকাের্সর শহর নামে অভিহিত করা হয়। গিবসটন নামের আমেরিকার এই শহরটিতে অবসরপ্রাপ্ত সব সাকাের্সর মানুষ বসবাস। আমেরিকার নানাপ্রান্ত থেকে সাকাের্স কাজ করা আর সাকাের্সর সঙ্গে জড়িত ব্যক্তিরাই বাস করেন এ শহরে। তারা প্রদশর্ন করেন নানা রকমের খেলা। শুধু তাই নয়, নিজেরা সারাবছরই নানা উৎসবের আয়োজন করেন এখানে। আর রং মেখে সং সেজে সবসময়েই উৎবের মেজাজে থাকেন তারা। এই শোটাউনে কেবল আমেরিকার সাকার্স কমীর্রাই নন, সব স্থানের সাকার্স কমীের্দর থাকার অধিকার রয়েছে। তাদের দেখতে প্রতি বছরই বহুসংখ্যক পযর্টক ভিড় করেন শহরটিতে।