আজব মাছ ফ্রগফিশ

প্রকাশ | ০৫ ডিসেম্বর ২০১৮, ০০:০০

হাট্টি মা টিম টিম ডেস্ক
ফ্রগফিশ। চেহারা যেমন ভয়ঙ্কর তেমনি ভয়ঙ্কর তার আচার-আচরণও। ভ‚মধ্যসাগর ছাড়া প্রায় সব সাগরেই এ মাছ দেখা যায়। এরা পানির প্রায় ১০০ ফুট গভীরে প্রবাল পাথরের শৈলশ্রেণিতে গুল্মের মধ্যে বসবাস করতে পছন্দ করে। মাছটি প্রায় ১৫ ইঞ্চি পযর্ন্ত লম্বা হয়। দেখতে সাধারণত উজ্জ্বল বণের্র হলেও সাদা, কালো, হলুদ, লাল, সবুজ রঙের ফ্রগফিশও দেখা যায়। গোপন স্থান থেকে হঠাৎ শিকারির ওপর ঝঁাপিয়ে পড়ে বলে এটিকে ছদ্মবেশী মাছও বলা হয়। আবার শিকার এনে এরা আত্মরক্ষার জন্য পাথর বা প্রবালের গায়ে লেগে থাকে। তখন তাকে খুঁজে পাওয়া দুঃসাধ্য ব্যাপার হয়ে দঁাড়ায়। এরা বেশি নড়াচড়া করে না। বেশিরভাগ সময় শুয়ে থাকে শিকারের জন্য। শিকার দেখলেই বুকের ও পিঠের পাখনা দিয়ে ধীরগতিতে সঁাতরে গিয়ে আক্রমণ করে। এরা পেছনের পাখনা দুটি পায়ের মতো ব্যবহার করে। মাছ, কঁাকড়া জাতীয় প্রাণী, বিষাক্ত লায়ন ফিশও এদের প্রিয় খাদ্য। তবে ক্ষুধা বেশি লাগলে অনেক সময় নিজেরা নিজেদের খেয়ে ফেলে। এ প্রজাতির মাছ আশঙ্কাজনক হারে কমতে থাকায় এর উৎপাদন নিয়ে ব্যাপক গবেষণা চলছে।