ড্রয়িং খাতার ছোট নদী

প্রকাশ | ১৫ মে ২০২২, ০০:০০

পরিতোষ বাবলু
আঁকছে খুকি ধলেশ্বরী রং তুলিটা হাতে ধরি। ছলাৎ ছলাৎ চলতো যদি ড্রয়িং খাতার ছোট্ট নদী! ধলেশ্বরী বলতো ডেকে বন্ধু হবে বলো, কে কে? পানকৌড়ি সঙ্গী হতো মন মাঝিটা মনের মতো ভরদুপুরে নৌকা বেয়ে- মন জুড়াতো গান গেয়ে। ঢেউয়ে বয়ে যাক ছন্দ, তালে ফুটুক হাসি খুকির গালে। মন মাঝি এক বৈঠা বায় কমলাফুলি, ডাকেন মায়। \হ মায়ের ডাকে কমলাফুলি গুটিয়ে রাখে রং ও তুলি। নদীর ছবি ভাবতে শেখায় সামনে চলার পথটি দেখায়।